হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মোমবাতি প্রজ্জ্বলন, শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ডাকবাংলা মোড় বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়। সন্ধ্যায় উপজেলার পিরোজপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল গায়দার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠির উপজেলা সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী, লেখক কবি , সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র -শিক্ষক, সুশীল সমাজ ,সুধি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.