কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন বয়সে জেলার মধ্যে সর্বকনিষ্ঠ ও নারী। জেলার ৭৮ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মধ্যে দুইজন নারী চেয়ারম্যান, একজন কালিগঞ্জের কৃষ্ণনগর অপরজন কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান। সাফিয়ার বাবা শহীদ কে এম মোশারাফ হোসেন ও মাতা আকলিমা খাতুন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তারই ধারাবাহিকতায় সাফিয়াও নির্বাচিত হওয়ার পর হতে জনকল্যাণে নিবেদিত হয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তিনি পরিষদবর্গকে নিয়ে এলাকার সচেতন ব্যাক্তিবর্গের পরামর্শ মোতাবেক ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তাঘাট ব্রীজ কালভার্ট নির্মান ও সংস্কারের কাজ চলমান রেখেছেন। জানা গেছে, কেএম মোশারাফ হোসেন জাতীয় পাটির উপজেলা সেক্রেটারী পদে ছিলেন, সাফিয়া পারভীনও জাতীয় পাটির সাথে
থেকে রাজনীতি শুরু করেন। বর্তমানে তিনি জাতীয় মাহিলা পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য। সেকারণেই স্থানীয় ভিন্ন মতের অনেক নেতা তার সকল কাজে বাঁধা হযে দাঁড়ায়। তারই অংশ হিসাবে সম্প্রতি ২০২১ -২০২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের পৃথক পাঁচটি প্রকল্পের উপর সম্পুর্ণ হয়রানীর লক্ষে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেন জনৈক ব্যাক্তি। যা বর্তমানে তদন্তনাধীন রয়েছে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন এ প্রতিনিধিকে বলেন তার পিতা ও মাতার সময়েও যারা সব সময়ে প্রতিপক্ষের ভূমিকায় ছিলো আমার বেলাতেও তারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি চাই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে, আধুনিক কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ উপহার দিতে। ইতিমধ্যে কয়েকজন গনমাধ্যমকর্মীকে দিয়ে আমাকে নিয়ে অপপ্রচার করিয়েছে। বিগত একটি বছরে আমাকে ক্ষতিগ্রস্ত করতে অনেক চেষ্টা করছে, এমনকি রাতের আধারে আমার বাড়ির গ্রীলকেটে হত্যা করার চেষ্টা করেছে।




Leave a Reply

Your email address will not be published.