কালিগঞ্জে নবযাত্রা প্রকল্পের ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের অবদানে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, বিশিষ্ট সাহিতিক ও প্রবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্র প্রকল্পের সিনিয়র অপারেসন্স কর্মকর্তা আশিষ কুমার হালদার, ডেপুটি অপারেশন ম্যানেজার প্রণতি কোস্তা প্রমুখ। বিশেষ এই কর্মশালায় দক্ষিন পশ্চিম বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নবযাত্রা প্রকর্পের অবদান, অভিজ্ঞতা উপস্থাপন এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কর্মশালার সঞ্চালনায় ছিলেন নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুশন স্পেশালিষ্ট কর্মকর্তা মোক্তার হোসেন। অংশগ্রহন করেন উপজেলার সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ঈমাম, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

কালীগঞ্জ প্রতিনিধি।।




Leave a Reply

Your email address will not be published.