হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সভাকক্ষে সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এস এম গোলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ অজিয়ার রহমান, সহকারি কমান্ডার ও বিআরডিবি’র চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন, সহকারি কমান্ডার শেখ মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খাঁন আহসান, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মাদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়ন কমান্ডার, ডেপুটি কমান্ডারবৃন্দসহ মুক্তিযোদ্ধর সন্তান কমান্ডের আব্দুল গফফার মিন্টু, রেজাউল ইসলাম, শাহিনুর হোসেন সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সদস্যারা । আগামী ২০ নভেম্বর হানাদার মুক্ত দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য ১৯৭১সালের ২০ নভেম্বের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে।




Leave a Reply

Your email address will not be published.