হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে ও শ্যামনগর ব্র্যাক অফিসের সেল্প প্রকল্পের কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। ব্র্যাকের সামজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, গোবিন্দ মন্ডল, আলিম আল রাজী টোকন, লেডিসক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, শিক্ষার্থী দিদারুল আহছান ও শাহারীন নিগার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ববধায়নে ছিলেন কালিগঞ্জ ব্র্যাক অফিসের এ্যাসোসিয়েট অফিসার সেল্প হাবিবুর রহমান।




Leave a Reply

Your email address will not be published.