হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠানে শ্রেষ্ঠ পাঁচ জয়িতা অন্বেষণ বাংলাদেশকে সম্মাননা প্রদান করা হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালি বাহির হয়। র‍্যালিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারীর জন্য বিনিয়োগ ,, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার রাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফিউল্লা ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানে ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের ক্রেস্ট সনদপত্র উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফিরোজা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রফিকুন্নেসা, সফল জননী নারী অনুরাধা ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ হামিদা খাতুন, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। তাদেরকে ক্রেস্ট সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয় ।অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ নারী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *