রবিউল ইসলাম : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সোমবার (১০মে) সকাল ৯ টায় সুশীলনের কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় রিজার্ভ তহবিল হতে পবিত্র ঈদ উপলক্ষে ও করোনা ভাইরাস এ ক্ষতিগ্রস্ত দলীয় সদস্য ও স্থানীয় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুশীলনের উপ পরিচালক সু-সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সুশীলনের হিসাব রক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকার,সুশীলনের সেন্ট্রাল ম্যানেজার মহাসীন আলম, সুশীলনের অভ্যন্তরীণ অডিট অফিসার রবীন্দ্রনাথ, সাংবাদিক শেখ আতিকুর রহমান ও শোয়েব আহমেদ। ৪ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ত্রাণ ও ত্রাণ সামগ্রী মধ্যে ত্রাণ সোয়াবিন তেল ৫শ গ্রাম, চিনি ৫শ গ্রাম, বুট ৫শ গ্রাম, চিড়া ১কেজি, লবণ ১ কেজি, সিমাই ১ প্যাকেট, সাবান ১টি, মুড়ি এক প্যাকেট, মাক্স ১টি ও ১টি ব্যাগসহ প্যাকেজ দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *