সমাজের আলো : কালিগঞ্জ উপজেলার মহৎপুর কল্যাণ সংস্থা’র উদ্যোগে মহৎপুর পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ মে) বেলা ১১ টায় মহৎপুর কল্যাণ সংস্থায় পাবলিক লাইব্রেরী উদ্বোধনে আলোচনা সভা ও সুধী সমাবেশে মহৎপুর কল্যাণ সংস্থার সভাপতি, কালিগঞ্জের কৃতি সন্তান, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি মহা নিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে পাবলিক লাইব্রেরীর ফিতা কেটে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। সংস্থার সদস্য ও কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহৎপুর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলায় কর্মরত পুলিশ ইন্সপেক্টর আবদুল্লাহ আবু সায়ীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন,বীর মুক্তিযোদ্ধা খাঁন আহসান উল্লাহ, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার শেখ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী রবিউল ইসলাম মিঠু ডাক্তার, কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার শেখ শফিউল্লাহ ,স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত ডাক্তার শামসুর রহমান, জিএম জিয়াদ আলী, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সৈয়দ মিজানুর রহমান, অধ্যাপক জিএম আতিয়ার রহমান, শেখ শহীদ হোসেন, মহাৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানবাধিকার কমিশনের সভাপতি অহিদুর রহমান ছোট, ইউপি সদস্য খায়রুল ইসলাম সহকারি শিক্ষক সৈয়দ মমিনুর রহমান, প্রমুখ।

এলাকার যুব সমাজ স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি লাইব্রেরির মাধ্যমে জ্ঞান অর্জন ও শিক্ষা বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় মহৎপুর পাবলিক লাইব্রেরী স্থাপিত হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা যাতে করে অবসর সময় লাইব্রেরীতে বসে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারে জ্ঞান অর্জন করতে পারে বইয়ের পাশাপাশি দৈনিক পত্র পত্রিকা পড়ার ব্যবস্থা থাকবে। মহাৎপুর কল্যাণ সংস্থার, উদ্যোগে মহতপুর পাবলিক লাইব্রেরী, মহতপুর স্পোর্টস তিনটি সংস্থা একই প্রতিষ্ঠানের পাশাপাশি চলবে। প্রতিবছর এই সংস্থার সদস্যদের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এলাকার হতদরিদ্র ব্যক্তিদের খাদ্য সহায়তার পাশাপাশি বস্ত্র সহযোগিতা করা।

এবছর ঈদুল ফিতর উপলক্ষে এলাকার প্রায় শতাধিক হতদরিদ্র নারী ও পুরুষ কে লুঙ্গি ও শাড়ি প্রদান করা হয়েছে। মহৎপুর কল্যাণ সংস্থার অধিকাংশ সদস্যরা শিক্ষিত এবং চাকরিজীবী তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাকরি করেন ঈদ উপলক্ষে বাড়িতে আসেন সে সময় এই সংস্থার মাধ্যমে বিভিন্ন সহায়তা এবং অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মহাৎপুর কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.