রবিউল ইসলাম : সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক, বর্তমান পুলিশ জনবান্ধব ও সাংবাদিকবান্ধব। এলাকার উন্নয়নে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকরা পুলিশের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে পারেন। তিনি বলেন সাংবাদিকরা আমার ও আমার থানার অফিসার কোন সমস্যা হলে নিউজ করার আগে অবশ্যই আলাপ করে নিবেন তাহলে সঠিক তথ্যটি পাবেন। তিনি আরো বলেন কালিগঞ্জ থানায় আগের যে কোন সময়ের চেয়ে পুলিশের সেবা সঠিকভাবে পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। থানার সার্বিক আইন শৃংখলার উন্নয়নে সন্ত্রাস-চাঁদাবাজি মাদকদ্রব্যসহ যে কোনো বিষয়ে আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, তথ্য ও সাংস্কৃতি সম্পাদক, এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, সিনিয়র সদস্য রবিউল ইসলাম, সিনিঃ সদস্য প্রভাসক মনিরুজ্জামান মহাসিন আব্দুল লতিফ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শেখ আতিকুর রহমান প্রমূখ।মতবিনিময় সভায় থানায় নবাগত পুলিশ অফিসারদের সাথে সাংবাদিকদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক সমিতির সদস্য, বিভিন্ন পত্রিকা, অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.