রবিউল ইসলাম:  সাতক্ষীরা কা‌লিগঞ্জে দেয়া ডিএম‌সি ক্লাবের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্ণা‌মন্টের উদ্বোধণী খেলা‌ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২০) বিকাল ৪ টায় দেয়া ফুটবল মাঠে প্রধান অতি‌থি হিসাবে এ খেলার উদ্বোধন উপজেলা প‌রিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। প্রধান অতি‌থি বলেন, কোন জাতির যুব শক্তিকে সংগঠিত করতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে যুব শক্তির মধ্যে ঐক্য আসে। পৃথিবীর অন্যান্য দেশের যুব শক্তির পরিচয় ঘটে। এ পরিচিতি বিশ্ব শান্তিতে যথেষ্ট সহায়ক। যে জাতির মধ্যে খেলাধুলা যত বেশি সে জাতির যুব শক্তি ততো সবল এবং কর্মক্ষম। যে জাতির মধ্যে খেলাধুলা নেই, সে জাতি দুর্বল অক্ষম এবং শক্তিহীন। অচিরে এই জাতি পরাশক্তির কবলে পড়তে বাধ্য। আমাদের স্বাধীনতা যুদ্ধে যে যুব সম্প্রদায় বৃহত্তর ভূমিকা পালন করেছিল তারা যদি এমন দুর্বল ও শক্তিহীন হতো, তবে স্বাধীনতা এত সহজলভ্য হতোনা একথা নিশ্চিত এবং সত্য। তাই খেলাধুলার ব্যাপক প্রচলন ও উৎসাহ অনস্বীকার্য। এছাড়া খেলাধুলার আন্দোলন যত জোরদার হবে, সে জাতির যুব শক্তির সকল প্রকার কলহ, বিবাদ ও অন্যান্য অপকর্ম থেকে বিরত থাকবে। আজ আমাদের দেশের যুব শক্তির যে অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে তা এই খেলাধুলা ও শিক্ষার ব্যাপক প্রসারের অভাবে। যুব সমাজের অবসর সময় যদি এমনি খেলাধুলার মধ্যে নিয়োজিত করা হয় তাহলে সকল প্রকার কুকর্ম থেকে তারা বিরত থাকবে। কুচিন্তা মুক্ত থাকবে নেতৃত্বের প্রশিক্ষণ পাবে। নেতাকে সম্মান করতে শিখবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। সুস্থ-সবল জাতি গড়ে উঠবে। উক্ত খেলায় বীর মু‌ক্তি‌যোদ্ধ‌া আব্দুল হা‌কিমের সভাপ‌তিত্বে বক্তব্য রাখেন উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এসময় উপ‌স্হিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাংবা‌দিক সাজেদুল হক সাজু, সমাজসেবক ফিরোজ আলম সহ ক্রীড়া‌মোদী হাজার হাজার দর্শক। ‌উদ্বোধনী খেলায় অংশগ্রহন ক‌রেন শ্যামনগর জ‌মিদার বা‌ড়ি ফুটবল একাডেমী ও নলতা ও‌ভি স্যাটালাইট ফুটবল টিম।‌খেলায় উভয় দলই ১-১ গোল করার কা‌রনে টারব্রেকা‌রের মাধ্য‌মে ১ গো‌লে জয় লাভ করেন শ্যামনগর জ‌মিদার বা‌ড়ি ফুটবল একাডেমী।‌ খেলা‌টি‌তে প‌রিচালনা করেন আন্তজা‌তিক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু।দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *