হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ২৬ চেয়ারম্যান প্রার্থী। ১২ টি ইউনিয়নে মোট চেয়ারম্যান ৬৪ জন, সংরক্ষিত আসনে ১শ ৪১ জন ও সাধারণ সদস্য পদে ৪শ ৪৩ প্রার্থী ছিলেন। এ উপজেলায় মোট ২লক্ষ ১৮ হাজার ৬৪ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৭৪ হাজার ৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ১ শ ১২ টি কেন্দ্রে ৬শ ১৬ টি বুথে ১ শ ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬ শ ১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২শ ৩২ জন পোলিং অফিসার যথাযথ দ্বায়িত্ব পালন করেছেন।

উপজেলার মধ্যে ১নং কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রানী অধিকারী, স্বতন্ত্র প্রার্থী আশানুর,নজরুল ইসলাম ও রওশান আলী কাগুজী, চাম্পাফুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান গাইন, দক্ষীন শ্রীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার সরকার ও ইসরামী আন্দোলনের শফিকুল ইসলাম, কুশলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম এ আসফাউদ্দৌলা খান, রেজাউল করিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী তাজুল ইসলাম। তারালী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাব্বত গাইন। মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকুঞ্জি বাবলুর রহমান, শাহাজান সিরাজ খান, শেখ আলাউদ্দীন সোহেল, শেখ মোজাফ্ফার হোসেন ও বাংলাদেশের সাম্যবাদী দল ( এম এল) এর শেখ তারিকুল ইসলাম। ধলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম ও শেখ ফিরোজ আলম। রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম আনোয়ার হোসেন এবং মৌতলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী শেখ অয়েজুর রহমান জামানত হারিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.