কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাজার গ্রাম ফুলতলা মৎস্য সেটের পাশে পানির ফিল্টার হতে ইসমাইলের বাড়ি পর্যন্ত ৩’শ ফুট রাস্তা সংস্কারে নেই কেনো উদ্যোগ। ভঙ্গুরদশা এই রাস্তা দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠলেও যেনো দেখার কেউ নেই। রাস্তাটির অধিকাংশ যায়গায় ভেঙে জেলা পরিষদের পুকুরে বিলীন হয়ে গেছে। অথচ এই রাস্তাটি সংস্কারের কাজ দেখিয়ে সুবিধা নিয়েছেন অসাধু জন প্রতিনিধিরা। শ্যামনগর কালিগঞ্জ মহাসড়ক হতে এই রাস্তাটি সংযোগ সড়ক হিসাবে এলাকার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রী ব্যবসায়ী ও সাধারণ মানুষ বেশি চলাচল করে থাকে। রাস্তাটি ভেঙে যাওয়ায় অতি বর্ষণে প্লাবিত হয়ে ডুবে থাকার কারণে চলাচল করা সম্ভব হয়না। এছাড়াও এলাকার বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর, বাজারগ্রাম কাশিমপুর গ্রামের একমাত্র জেলা পরিষদের পানির পুকুর এবং ফিল্টার এর পানি পান করে এলাকাবাসী শত বছর ধরে বেঁচে আছে। প্রতিদিন শত শত নারী পুরুষ এই পুকুর এবং ফিল্টারের পানি নিতে আসতে হয় এই রাস্তা দিয়ে। জলবদ্ধতার কারণে ফুলতলার মহাসড়কের ব্যস্ততম এলাকা দিয়ে এসে পানি নিতে নানান দুর্ঘটনার শিকার হতে হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী এলাকার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন জানিয়ে ও কোন ফল হয়নি বরং শুধু মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে নির্বাচনের আগে ভোটারদের কাছে ভোট ভিক্ষার প্রতিশ্রুতি হিসেবে রাস্তা সংস্কারের কথা অগ্রভাগে থাকলেও নির্বাচনী বইতারনী পার করে আর এলাকাবাসীর কথা মনে রাখে না। তাই এলাকাবাসী সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে বিগত দিনে যেবা যারা রাস্তা সংস্কারের নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *