রবিউল ইসলামঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানাকে ঘুষ ও দালাল মুক্ত করার লক্ষ্যে আমি এখনও সচেষ্ট আছি। আমি চাই পুলিশ জনগনের সত্যিকারের বন্ধু হয়ে কাজ করুক। কাওকে উপকার করতে না পারলেও যেনো আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ না হয় সে ভাবেই চলতে চাই। কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্চ মোঃ দেলোয়ার হুসেন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্য এসব কথা বলেন। বুধবার (১১ নভেম্বর ২০২০) বেলা ১১ টায় থানা গোল চত্তরে থানা এলাকার আইন শৃংখলা বিষয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য গোলাম ফারুক ও মোদাচ্ছের হোসেন জান্টু, সাবেক কোষাধ্যক্ষ ঈলাদেবী মল্লিক। সদস্য জি এম ছামছুর রহমান, মনিরুজ্জামান মহাসীন, শেখ আব্দুল করিম, কাজী আল মামুন, সাংবাদিক শাওন আহম্মেদ সোহাগ, শেখ আতিকুর রহমান, গাজী মিজানুর রহমান, কনিকা রানী সরকার, হাবিবুল্যাহ, মহিবুল্যাহ প্রমুখ। এসময় থানার অফিসার ইনচার্জ আরও বলেন-আমার উপরে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ মেনে জনগনের কল্যাণে কিছু করতে হবে। নির্যাতিত ও ক্ষতিগ্রস্থদের চিহিৃত করে তাদের জন্যে অবদান রাখতে হবে। কেননা আমাদের সকলকে একদিন বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সেইদিনের জবাবদিহীতা এখান থেকে অর্জন করতে হবে। আমি এক টাকা ঘুষ খাইনা এবং কাওকে ঘুষ খাতে সহায়তাও করিনা, এই কারণেই আমার প্রতি অনেকেই অখুশি হন। তবুও আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহীতা নিয়ে চাকুরী জীবনের বাকী সময় অতিবাহিত করতে চাই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *