হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত শিক্ষার্থীদের বয়সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষাক্রম এবং রিফ্রেসমেন্ট কর্নার পরিদর্শন করলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। (২৪ আগষ্ট) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় পরিদর্শনে যান। উপজেলা পরিষদের বাস্তবায়নে ও পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ucdp) স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহযোগিতায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে রিফ্রেশমেন্ট কর্নার নির্মাণ করা হয়। এ সময় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ইউএনও। তিনি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে ছাত্র

ছাত্রীদের সাথে আলাপকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বিদ্যালয়ে অভিভাবকরা পাঠায় তোমাদেরকে পড়াশোনা করার জন্য, তোমাদেরকে প্রকৃত শিক্ষা গ্রহণ করে সত্যিকারের মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। জীবন গড়তে গেলে অবশ্যই শিক্ষকদের অনুশাসন মেনে চলতে হবে। তিনি আরো বলেন বাল্যবিবাহ শিকার হলে জীবনে ঝরে পড়তে হবে। বর্তমান সরকার আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে তোমরাই হবে আগামী দিনের বাংলাদেশের স্মার্ট নাগরিক। তোমরা স্কুলের রিফ্রেশমেন্ট কর্নারের সুযোগ সুবিধা ভোগ করবে, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে যে সুযোগ সুবিধা আছে তা আমাদের সময়ে ছিল না। শিক্ষার বিকল্প কিছু নেই। বিদ্যালয়ের পড়াশোনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। বর্তমান কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিনতলা ভবন সহ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *