হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র মা স্বর্গীয় বকুল বালা দাশের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ( ৯ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল থেকে বাজার গ্রাম রহিমপুর বাড়িতে মায়ের সমাধিতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মায়ের আত্মার শান্তি কামনায় পুষ্প মাল্য অর্পণ, নাম সংকীর্তন, ও মহাউৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে আড়াই শতাধিক মানুষের উপস্থিতিতে কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া পরিতোষ অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বন্ধু ফোরামের সভাপতি, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুসহ বন্ধু ফোরামের সহ-সভাপতি শেখ আবু তাহের, সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান, নির্বাহী সদস্য জিএম আব্দুল্লাহ আল হাসান,অমল সরকার, সদস্য আব্দুল করিম, শেখ শাকির আহমেদ বাবু, কালিগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী, সংগীতশিল্পী ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা সরকার, সহকারী শিক্ষিকা রওশনারা খানম, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমিনুর, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, আওয়ামী লীগ নেতা নয়ন দাস, সাবেক কৃষি ব্যাংকের কর্মকর্তা কবি আলী সোহরাব, জিএম পারভেজ, আব্দুর রব, নাট্য অভিনেতা গোলাম গোলাম আইয়ুব জুলু গোপি রঞ্জন অধিকারী, দীনবন্ধু অধিকারী মন্টু , স্বপন সাহা শিক্ষক শিশির কুমার দও, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বকুল বালা দাসের মেজ পুত্র সাবেক ইউপি সদস্য রাধাপদ দাশসহ সাত পুত্র দুই কন্যাসহ পরিবারের সদস্যবৃন্দ নাতিপোতা আত্মীয়-স্বজনসহ ভক্তবৃন্দ সুধী এলাকাবাসী উপস্থিত ছিলেন। সকলকে প্রসাদ প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *