নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ৪ মে বুধবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী উৎসবকে ঘিরে ৭৩ বছরের পুরানো এই প্রতিষ্ঠানটিতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা একাকার হয়ে যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস, এম, জগলুল হায়দার।

বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্যকে এস, এম, জগলুল হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ দক্ষিণ পশ্চিম এশিয়ার মডেল।এ সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রতি বছরের প্রথম দিন কোটি কোটি বই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে। শ্যামনগর কালিগঞ্জ আমার নির্বাচনী এলাকায় দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণ করেছেন।এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কাজগুলি অসমাপ্ত রয়েছে কাজগুলি দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম,শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোকলেছুর রহমান মুকুল, মথুরেশপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শেখ মিয়ারাজ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ওবাইদুর রহমান, ইউপি সদস্য আরিজুল ইসলাম, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর,শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সবুর প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.