বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষকে মারপিট করে জাহিদুল বাহিনীর সদস্যরা জমি দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামে গত বুধবার (১১ জানুয়ারি) সকাল৮টার সময় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগী জমির মালিক বরেয়া গ্রামের মৃত আব্দুল করিম সরদার এর পুত্র রেজাউল করিম বাদী হয়ে বুধবার তার সহদর ভাই সহ ৫জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের সূত্র ও ভুক্তভোগী ভূমির মালিক রেজাউল করিম সাংবাদিকদের জানায় বরেয়া গ্রামের তার সহদর জাহিদুল, রবিউল, মাহমুদুল গংয়ের সঙ্গে দীর্ঘদিন যাবত পারিবারিক জমি নিয়ে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। জমি দখলের জন্য মারপিট খুন জখম হুমকির ঘটনায় তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি নং ১২০৭, ৫৫৩ ৭৭ নং জিডি ছাড়াও থানায় মামলা আছে। এছাড়াও সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ১২৩৩ /২১ নং মামলায় ১৪৪ ধারায় বিজ্ঞ আদালত কর্তৃক ভূমি মালিক রেজাউল করিম পক্ষে রায় দেওয়ায় শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে। কিন্তু আদালতের উক্ত আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জাহিদুল, রবিউল মাহমুদুল, মিলন, লিটন এর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে বুধবার সকাল আনুমানিক৮টার সময় জমি দখল করতে যেয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে।

 

সমাজের আলো




Leave a Reply

Your email address will not be published.