সমাজের আলো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতায় প্রায় ২৮ লক্ষ টাকা ব্যায়ে একটি নতুন সড়ক নির্মানে ১৫% কাজ করে (শুধু মাত্র বালু ফিলিং) প্রথম ও চুড়ান্ত বিল দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলি মো. জাকির হোসেনের বিরুদ্ধে। তিনি গত মার্চ মাসের ২০ তারিখে উপরোক্ত কাজের বিলটি জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে প্রেরণ করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী বিষয়টি ধরতে পেরে বিল পেমেন্ট বন্ধ করে দেন।
অভিযোগ উঠেছে কালীগঞ্জ উপজেলার ২৮ লাখ টাকার একটি রাস্তার কাজ পান এক ঠিকাদার। ঠিকাদার রাস্তা খুড়ে ফেলে রাখে বহুদিন। পরে কিছু বালি ফেলে বেডে। রাস্তার কোন কাজ হয়নি। অথচ কালীগঞ্জ উপছেলা প্রকৌশলী জাকির হোসেন কাজ শেষ দেখিয়ে চুড়ান্ত কাজের বিল পরিষদের জন‍্য এলজিডির জেলা প্রকৌশলী বরাবর প্রস্তাব পাঠিয়ছেন।




Leave a Reply

Your email address will not be published.