হাফিজুর রহমান :কালীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ব্যাংক ডাকাতি মামলার ঘটনায় যাবজ্জীবন সাজা পালন করা আসামী সহ একাধিক চুরি ডাকাতি খুন সহ একাধিক মামলার আসামি ডাকাত আলতাবের মধ্যযুগীয় নির্যাতনে স্ত্রী হাসিনা এখন হাসপাতালেমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।বাড়ি হতে পিটাতে পিটাতে রাস্তায় ফেলে স্ত্রীর আত্মনাথ শুনে এলাকাবাসী ট৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল হতে আহত অবস্থায় হাসিনাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামে। উক্ত ঘটনায় স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে ২ফেব্রুয়ারি স্বামী ডাকাত আলতাফ সহ ৪ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছে থানায়। এজাহার এবং ভুক্তভোগী খাদিজা খাতুন সাংবাদিকদের জানান চাম্পাফুল গ্রামের মোসলেম গাজীর পুত্র আলতাফ হোসেনের সঙ্গে ১০বছর পূর্বে আমার বিয়ে হয়। আমার বিয়ের আগে আলতাবের আরো চারটি বিয়ে ছিল। ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলে প্রথম স্ত্রী মারা যাওয়ায় বাকি স্ত্রীদেরকে ছেড়ে দেয়। পরে তাকে বিয়ে করে জেল থেকে বাড়িতে এসে বাড়িতে চোর-ডাকাতদের নিয়ে বসার ঘটনায় প্রতিবাদ করলে তার উপর নির্যাতন চলতে থাকে। গত দু’মাস আগে সাতক্ষীরা সদর থানার মাধবকাটি গ্রামের তারেক হাসান’এর কন্যা সেলিনা খাতুন কে বিবাহ করার জন্য তার সহযোগী লিয়াকাত হোসেন এবং শুভ নামে এক ব্যক্তি তাদের বাড়ীতে নিয়ে আসে উক্ত ঘটনায় প্রতিবাদ করলে আমার স্বামী আলতাব আমাকে বেধড়ক পেটাতে পেটাতে রাস্তায় ফেলে রেখে যায়। বর্তমান সে এলাকার এক প্রাক্তন চেয়ারম্যানের ছত্রছায়ায় এলাকায় মৎস্য ঘের ডাকাতি সহ একটি বড় চোর চক্র পরিচালনা করে আসলেও দেখার কেউ নেই। এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক জানান বিষয়টি নিয়ে বিট অফিসার শিহাব হোসেনকে জানানো হয়েছে। ভুক্তভোগী মহিলা তার স্ত্রী খাদিজা বেগম আমাকে জানালে আমি আইনের আশ্রয় নিতে বলেছি। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক শিহাব হোসেন জানান এজাহার পেয়েছি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *