সমাজের আলো ॥ উপজেলা পরিষদের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারনা করার সময় ২ প্রতারকে আটক করেছে জনগন। রোববার তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো যশোর জেলার কেশবপুরের বরণডালী গ্রামের প্রতারক বিল্লাহ হোসেন (৪৫)। সে বর্তমানে সাতক্ষীরার লাবসা গ্রামে তার ভগ্নিপতি নাসিরের বাড়িতে থাকে। অপরজন হলো আশরাফুল ইসলাম (২৬)। রবিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার নলতার মাঘুরালী গ্রাম থেকে জনগন আটক করে নলতা ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। ভুক্তভোগি মাঘুরালী গ্রামের আসাদুলের স্ত্রী মাছুমা খাতুন জানান, উক্ত প্রতারকেরা আমাদের বাড়িতে যেয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা পরিচয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিঃনং-২০৮৬৫১, বিদেশী সংস্থা সৌদিআরব সিসিডিবি বরাদ্ধকৃত মোটা অংকের অনুদান দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফরম পুরন করে ৩০০০ টাকা নেন। এছাড়াও একইভাবে নলতার আমজিয়ারের স্ত্রী আলেয়ার কাছ থেকে ৪০০০ টাকা। ফিরোজা বেগমের কাছ থেকে ৫০০০ টাকা। এভাবে দীর্ঘদিন যাবত প্রতারনা করে নলতা ইউনিয়নের বিভিন্ন পরিবার থেকে প্রায় ৪০ হাজার টাকা আদায় করে প্রতারক চক্র। এদিকে গতকাল রবিবার দুপুরে মাঘুরালী গ্রামে ইউপি দফাদার নুরহোসেন বাবুর বাড়িতে যেয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা পরিচয় দিয়ে ফরম পুরন করার সময় তাদেরকে আটক করে।




Leave a Reply

Your email address will not be published.