সমাজের আলো : পৌরসভা নির্বাচনকে বিদ্রোহী প্রার্থী মুক্ত করতে আগামীকাল থেকে বহিষ্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ ছিলো চতুর্থ ধাপে ৫৭টি পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে একটি পৌরসভায় একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।বাকী ৫৬টি পৌরসভায় আওয়ামী লীগের ৩৮ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন। ঐ সব বিদ্রোহী প্রার্থীকে স্ব স্ব বিভাগের সাংগঠনিক সম্পাদকরা টেলিফোনে তাদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন। তাদের এটাও জানিয়ে দেয়া হয় যে, দলীয় নির্দেশ অমান্য করে আজকের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করা হলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার বিকেলের মধ্যে জানা যাবে, দলীয় নির্দেশ অমান্য করে কারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকলেন। আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।যারা আজ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি, কাল তালিকা প্রকাশ করে তাদের বহিষ্কারাদেশের ঘোষণা দিতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন ‘এব্যাপারে আর কোন ছাড় দেয়া হবে না।’ চতুর্থ দফার ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে ৫৭ পৌরসভায় মেয়র পদে বৈধ প্রার্থী ২৫৮ জন। এর মধ্যে ফেনীর পরশুরাম পৌরসভার মেয়র পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। অন্য যে সব পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হয়েছ, সেগুলো হলো; ঠাকুরগাঁও সদর এবং রানী সংকৈল, রাজশাহীর নওহাটা, তানোর গোদাগাড়ী ও তাহেরপুর, লালমনিরহাট সদর ও পাটগ্রাম, নরসিংদী সদর ও মাধবদী, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী ও বানাড়ীপাড়া, শেরপুর সদর ও শ্রীবরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোরের বড়াই গ্রাম, খাগড়াছড়ির মাটি রাঙা




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *