সমাজের আলো : বিজয়ের ৫০ বছর পূর্তিতে বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বাঙালির এ উদ্‌যাপনে এবার সঙ্গী হয়েছেন প্রতিবেশী দেশ ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন জাতীয় প্যারেড ময়দানে। এবারই প্রথম বন্ধু দেশ ভারত, ভুটান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মেক্সিকোর সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন বাংলাদেশের বিজয় দিবসের কুচকাওয়াজে। জাতিসংঘ দলের একটি কন্টিনজেন্টও এতে অংশ নেয়। সকাল সাড়ে ১০টায় প্রেসিডেন্ট প্যারেড স্কয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। প্রেসিডেন্ট পৌঁছানোর কিছু পরে প্যারেড স্কয়ারে আসেন ভারতের প্রেসিডেন্ট কোবিন্দ। প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *