সমাজের আলোঃ করোনা পরিস্থিতিতে কুচক্রী মহল সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে জানিয়ে সেনাসদস্যদের সতর্ক থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সেনাবাহিনীর এক দরবারে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত ভার্চুয়াল ওই সভায় সেনাপ্রধান সব সেনানিবাসে কর্মরত সেনা কর্মকর্তাদের উদ্দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা, ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলাসহ নানা বিষয়ে দিক-নির্দেশনা দেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখনই দেশে কোনো ভালো কাজ হয়, তখনি স্বার্থান্বেষী মহল/কুচক্র সেই কৃতিত্বকে মলিন করার অপচেষ্টা করে আসছে।

সেনাপ্রধান ‘সুশৃঙ্খল সেনাবাহিনীকে অতীতের মতো এ ধরনের অপচেষ্টা/ প্রপাগান্ডার বিরূদ্ধে সতর্ক থাকতে উপদেশ দেন’ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *