সমাজের আলো : কৃষকদের ট্র্যাক্টর মিছিলের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লি। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ। মেট্রো চলাচলের গতি রুদ্ধ হয়। আই টি ও এলাকায় এক কৃষকের মৃত্যু হয় দুর্ঘটনার ফলে। পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয় কৃষকদের ট্র্যাক্টর মিছিল ছত্রভঙ্গ করতে। একটি ট্র্যাক্টর মিছিল ব্যারিকেড অতিক্রম করে লালকেল্লা পর্যন্ত পৌঁছে যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পথে নেমে পুলিশি ব্যবস্থার তদারকি করেন। আন্দোলনরত কৃষক সংগঠন জানায়, যারা শহরে ঢুকে তান্ডব চালিয়েছে তারা সংগঠনের কেউ নয়। সংগঠনের কৃষকদের রাত আটটার মধ্যে দিল্লি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কৃষক সংগঠন জানিয়েছে তাদের মূল আন্দোলন চলবে। সরকার কেন ট্র্যাক্টর মিছিলকে শহরে ঢুকতে দিল তাই নিয়েও প্রশ্ন তুলেছে কৃষক সংগঠন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলেও, থমথমে অবস্থা এখন রাজধানীর।




Leave a Reply

Your email address will not be published.