সমাজের আলো : রাজশাহীর দুর্গাপুরে নবী নামের এক কৃষককে হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের উভয়কেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এছাড়াও অপরাধ প্রমাণ না হওয়ায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এই রায় দেন।জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান মিঠু জানান, এ মামলায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তবে আসামি মফিজ উদ্দিন ও খুলজাহান বিবির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

