তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে কৃষি খাতে ছোট পরিসরে সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিতকরণের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এবং এডুকো বাস্তবায়িত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত এবং উত্তরণের প্রকল্প কর্মকর্তা-লাইভলিহুড এন্ড ট্রেনিং মোঃ এনামুল হকের উপস্থাপনায় সভায় সংস্থার ফ্যাসিলিটেটর প্রশান্ত কুমার গাইনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি এবং ৫টি কলোনির ৩৯ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ প্রকল্প কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়নের জন্য এবং লক্ষিত জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে বস্তি এলাকায় কৃষি খাতে ছোট পরিসরে সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করেন।




Leave a Reply

Your email address will not be published.