কেশবপুর যশোর প্রতিনিধি: কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা, ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সিনিয়র উপজেলা মৎস্য সম্প্রাসারণ অফিসার পরিমল চন্দ্র পাল, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আরশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শিমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, ফটো সাংবাদিক রনি হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক মোতাহার হোসাইন প্রমুখ।
