সমাজের আলো :  সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এবারের বৃক্ষ মেলা জাঁকজমকপূর্ণভাবে বড় পরিসরে আয়োজন করা হবে। মেলায় অংশগ্রহণকারী নার্সারী মালিকদের পুরস্কার ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গেঞ্জি প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসনার নির্দেশনা বেশি বেশি ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করতে বলেছেন। সেই সাথে বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ রোপন করতে বলেছেন। পরিবেশের ভারমাম্য রক্ষা করতে এবং সবুজ বিপ্লব সৃষ্টি করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা অমিতা মন্ডল, নেজারত ডেপুটি এনডিসি আব্দুল্লাহ আল-আমিন, জেলা এগ্রিকালচার অফিসার প্রকৌশলী মো. হারুন উর রশিদ, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্যাশিয়ার আব্দুল হান্নান খান প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর হতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *