সমাজের আলো : ভারতে করোনাভাইরাস থেকে সেরে ওঠা অনেক রোগীর মধ্যে প্রাণঘাতী ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা কালো ছত্রাকের প্রকোপ দেখা দেওয়ার পর এবার নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে ‘হোয়াইট ফাঙ্গাস’ বা সাদা ছত্রাক।চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এই ছত্রাক নিয়ে নতুন করে উদ্বেগের কথা জানানো হয়েছে।পাটনা ও বিহারে কিছু মানুষের দেহে এই সাদা ছত্রাকের সংক্রমণ ধরা পড়েছে। পারাস হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণেষ কুমারকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা ছত্রাকের সংক্রমণ কালো ছত্রাকের চেয়েও বিপজ্জনক।চিকিৎসকদের বরাত দিয়ে ইকোনমিক টাইমস লিখেছে, কোভিড- ১৯ রোগী বা এ রোগ থেকে সেরে ওঠা ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ফুসফুসে সাদা ছত্রাকের সংক্রমণ প্রাণঘাতি হয়ে উঠতে পারে।নারী ও শিশুদের ক্ষেত্রে সাদা ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি বলেও জানিয়েছেন চিকিৎসকরা।সংক্রমণ কী কারণে হয়?অস্বাস্থ্যকরভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার এবং চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহারের কারণে সাদা ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে যুক্ত আর্দ্রতা বজায় রাখার হিউমিডিফায়ারে কলের পানি ব্যবহার সাদা ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *