সমাজের আলো : এবার কৌশল পাল্টে মাঠে নেমেছে এক যুগের বেশি সময় আগের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। মেধাবীদের দলে ভেড়ানোর লক্ষ্যে দেশের শীর্ষ বিদ্যাপীঠে কাজ শুরু করেছে এ সংগঠনের জঙ্গিরা।অনলাইন কনফারেন্স, গ্রুপ চ্যাটিং আর সামাজিক অনুষ্ঠানের ভেতরেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে তারা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মেধাবী আর বিত্তশালীদের দলে ভিড়িয়ে ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছে জঙ্গিরা। তাই পারিবারিক ও সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়ার পরামর্শ তাদের।

গত ১৮ মার্চ অনলাইন সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশে প্রচারণায় নামে হিযবুত তাহরীর। এরপর থেকেই এক যুগ আগে নিষিদ্ধ এ জঙ্গি সংগঠনের কার্যক্রমকে নতুনভাবে পর্যবেক্ষণ শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। কয়েকদিনের মাথায় আবারও প্রচারণায় নেমে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের হাতে আটক হয় ৪ তরুণ। পরিচয় নিশ্চিতের পর দেখা যায় তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।




Leave a Reply

Your email address will not be published.