সমাজের আলো। ।শুধু ওষুধ বা চিকিৎসাই নয়, এক শিশুকে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে হাসপাতালের মধ্যেই দুই চিকিৎসক ব্যালে নাচের আয়োজন করলেন। আর সেই নাচ দেখে ক্যানসার আক্রান্ত শিশুর আনন্দ দেখার মতো! হাসপাতালের পক্ষ থেকে কেউ গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করার পর ফেসবুকে আপলোড করেন। আর এমন এক হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। ইংল্যান্ডের ওরচেস্টারশায়ার অ্যাকিউট হসপিটাল এনএইচএস ট্রাস্টের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক নারী এবং একজন পুরুষ চিকিৎসক ব্যালে নাচের বিশেষ পোশাক ‘টুটু’ পরে দরজা ঠেলে ঢুকছেন। সেই ঘরেই ছিল ক্যানসার আক্রান্ত বছর পাঁচ বয়সী মেয়ে ইসোবেল ফ্লেচার। তার সামনে এবার নাচ শুরু করেন ওই দুই চিকিৎসক। দৃশ্যতই এমন এক উপহার পেয়ে খুশিতে ভরে ওঠে ইসোবেলের মুখ। এমন কি সে নিজেও তাদের সঙ্গে কয়েক পাক ঘুরে নেয় নাচের ভঙ্গিতে। হাসপাতালের পক্ষ থেকে ভিডিওটি পোস্ট করে দুই চিকিৎসক, বেলন কমলারাজন এবং এমা ম্যান্ডেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আর এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে গিয়েছে।




Leave a Reply

Your email address will not be published.