সমাজের আলো : গভীর রাত। সবাই ঘুমে। হঠাৎ এলাকার কেউ একজন শুনতে পান শিশুর চিৎকার। গিয়ে দেখেন- চায়ের দোকানের পেছনে থাকা ক্যারামবোর্ডের ওপর ফুটফুটে এক নবজাতককে রেখে গেছে কে বা কারা। কী করা উচিত বুঝে উঠতে না পেরে আশপাশের লোকজনকে জানান। এর পর এলাকাবাসী ফোন দেন জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ। অবশেষে গতকাল সোমবার ভোর সাড়ে ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এ মেয়েশিশুটিকে উদ্ধার করে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, রবিবার রাত তিনটার দিকে ৯৯৯-এর ফোনের মাধ্যমে আমরা জানতে পারি চিতলী বৈটপুর এলাকায় চায়ের দোকানের ক্যারামবোর্ডের ওপর একটি নবজাতক পড়ে আছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.