সমাজের আলো: ক্রসফায়ারে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ওসি শেখ আবদুল্লাহসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী শারমিন আক্তার বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে মামলাটি করেন। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৪ মে রাতে বাদীর স্বামী মো. হেলাল উদ্দিনকে ধর্ষণ মামলার আসামি দেখিয়ে বাড়ি থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে মোটা অঙ্কের টাকার দাবি করে। টাকা না দেওয়ায় পুলিশ ধর্ষণ মামলা সাজিয়ে হেলালকে আটক দেখায়। এর পর ওই ওসিসহ সাত পুলিশ সদস্য হেলালকে ক্রসফায়ারে হত্যার করেছে বলে অভিযোগ করেন মামলার বাদী। আদালত মামলাটি আমলে নিয়ে হাটহাজারী সার্কেলকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ, পুলিশ পরিদর্শক ওবাইদুল ইসলাম, এসআই মো. শাহাদাত হোসেন, মো. রাশেদুল হাসান ও প্রবীণ দেব, এএসআই কল্পরঞ্জন চাকমা এবং ওই গ্রামের আবদুল মান্নান ওরফে ‘কসাই’ মান্নান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *