তালা প্রতিনিধি : বুধবার (২৫ জানুয়ারী) সকালে সাতক্ষীরা পৌর এলাকার দক্ষিণ কামালনগর, বাকাল ইসলামপুর-১ ও ২ মিলে ৩টি কলোনিতে ক্লাইমেট মাইগ্রেন্ট রাইটস গ্রুপের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্লাইমেট মাইগ্রেন্ট রাইটস গ্রুপের উক্ত সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন উত্তরণ ও এডুকো বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে বাস্তচ্যুত ব্যাক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদারকরণ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, ম্যানেজার-ডিজাস্টার রিস্ক ম্যানেজম্যান্ট, ক্লাইমেট চেঞ্জ কাজী আব্দুল কাদির, কো-অর্ডিনেটর ডিআরআর মথি মন্ডল, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী কৃষিবীদ ইকবাল হোসেন, প্রজেক্ট মনিটরিং অফিসার হাসান আব্দুল্লাহ রাফাত, প্রজেক্ট অফিসার-লাইভলীহুড এন্ড ট্রেনিং এনামুল হক, টেকনিক্যাল অফিসার-ওয়াশ মোঃ আব্দুল করিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান, আসাফুর রহমান, বৃষ্টি খাতুন, আফরোজা নার্গিস, প্রশান্ত কুমার গাইনসহ সিনিয়র কর্মকর্তাগণ। এ সময় তারা বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সিএমআরজি কমিটির সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।




Leave a Reply

Your email address will not be published.