সমাজের আলো : ফুটবল মাঠে অতিথিদের মঞ্চে ক্ষিপ্ত হয়ে খেলার ট্রপি ভেঙে ফেলেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম। এমন একটি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

জানা যায়, শুক্রবার ওই মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও মেহেরুবা ইসলাম। পরে খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত মানুষের সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি।

এদিকে এ ঘটনার একটি ভিডিও শুক্রবার রাতেই ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ সময় ইউএনওর এমন আচরণের ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।

আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, শুক্রবার ফুটবল খেলায় টাইব্রেকারে একটা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় খেলায় অংশগ্রহণকারীরা বলেছিলেন, টাইব্রেকারের মধ্যে ত্রুটি আছে, আমরা আবারও খেলাটা চাই। তখন ইউএনও বক্তব্য করছিলেন। বক্তব্যের সময় ইউএনও নিজেই ট্রফিগুলো ভেঙে ফেলেন।

আলীকদম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, ইউএনও উপস্থিত দর্শকদের বলেন খেলার হারজিত থাকবে।




Leave a Reply

Your email address will not be published.