(আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেউটিয়া গ্রামে খেলাধুলার পরিবেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন পাড়ায় খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রামের ভিতর ভাঙাচোরা ইটের সলিংকরন রাস্তারও ইউপি সদস্যর নিজ উদ্যোগে সংস্কার করা হয়েছে।শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্ছুর নিজস্ব তহবিল থেকে চেউটিয়া গ্রামের উত্তরপাড়ায় ও এর আগে বিভিন্ন পাড়ায় ও দুটি ভাঙাচোরা ইটের সলিংকরন রাস্তা সংস্কার করা হয়েছে।ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্ছু জানান,এলাকার ছেলেমেয়েদের মাদক থেকে দুরে রাখতে এবং খেলাধুলায় মনোনিবেশ ও জনসাধারনের শান্তি পূর্ন চলাচলের জন্য দুটি রাস্তা সংস্কার করেছি। তিনি আরও জানান,আমি চেউটিয়া পশ্চিমপাড়া,মাদ্রাসা মাঠে খেলাধুলা করা যুবকদের মাঝে ফুটবল দিয়েছি। ৩রা সেপ্টেম্বর সানা বাড়ির মুর্শিদের বাড়ি থেকে মোহর সানার বাড়ি পর্যন্ত ইটের রাস্তা ও শাহমত আলী সানার বাড়ি হতে অবেদ সানার বাড়ি পর্যন্ত ইটের রাস্তা সংস্কার করে দিয়েছি। ভবিষতে আমার এ জনকল্যানমূলক কাজ অব্যহত থাকবে।ফুটবল বিতরণকালে বারিক সানা,রবিউল সরদার,শিক্ষক টগরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নাই বলে স্থানীয় জনসাধরন মনে করেন। তারা স্থানীয় খেলার মাঠগুলো সংরক্ষরন করে ও নতুন নতুন খেলার মাঠ তৈরী করে খেলার পরিবেশ তৈরী করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেছেন।




Leave a Reply

Your email address will not be published.