সমাজের আলো ।।খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী জিয়াউর রহমান। নানা দুর্নীতি করে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় কোটি টাকায় পাঁচ কাঠা জমি ক্রয় করেছে।প্রাচীর দিয়ে ঘিরে রাখা জমিতে এখনও বাড়ি নির্মাণ কাজ শুরু করেননি এই নিরাপত্তা প্রহরী। কিছু ফলজ গাছ লাগিয়ে রাখা হয়েছে জমিটিতে। নিরাপত্তা প্রহরীর গ্রামের বাসিন্দারা জানিয়েছে, খাদ্য গুদাম অফিসে চাকুরি পেয়ে ভাগ্য খুলে গেছে জিয়াউর রহমানের। বাড়ির দিকে পরিচয় দেন গুদাম অফিসের কর্মকর্তা। এখন বছর পার না হতেই পাল্টে ফেলেন মোটর সাইকেল। শহরে কিনেছেন জমি। জিয়াউর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ভাড়াশিমলা গ্রামের জব্বার মোল্লার ছেলে। ২০০৮ সালে নভেম্বর মাসে খাদ্য গুদাম অফিসের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরিতে যোগদান করেন।
দুর্নীতির কারণে সাতক্ষীরা থেকে শাস্তিমূলক বদলী করা হয় তাকে। বর্তমানে বরিশাল বিভাগের ঝালকাঠি সদর খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্বপালন করছেন। কালিগঞ্জের দক্ষিণ ভাড়াশিমলা এলাকার নুর আব্দুল জানান, জিয়াউর রহমান ও আমার একই গ্রামে পাশাপাশি বাড়ি। আমি বসন্তপুর খাদ্য গুদামের শ্রমিক সরদার হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। ২০১৬ সালে হুমায়ুন বাসিদ শ্যামনগর থেকে বসন্তপুর খাদ্য গুদাম অফিসে ওসি এলএসডি পদে যোগদান করেন। সঙ্গে বদলী করে নিয়ে আসেন নিরাপত্তা প্রহরী জিয়াউর রহমানকে। মূলত নিরাপত্তা প্রহরী জিয়াউর রহমানই ওসিএলসডি পদের সব কাজই করতো। ফাইল পত্রে স্বাক্ষর করতেন হুমায়ুন বাসিদ। জেলার আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জের বসন্তপুর এই তিনটি উপজেলায় এক সঙ্গে চাকুরি করেছেন দু’জন। তিনি জানান, জিয়াউর রহমানের পারিবারিক অথনৈতিক অবস্থা ভালো ছিল না। তবে চাকুরিতে যাওয়ার পরে এখন আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। বছর বছর মোটর সাইকেল বদলায়, সাতক্ষীরা শহরে কোটি টাকার জমিও কিনেছে নিরাপত্তা প্রহরী জিয়াউর রহমান। বসন্তপুর খাদ্য গুদাম থেকে ৬ টন চাল চুরি করে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে জিয়াউর রহমান। এ ঘটনার পর তাকে শাস্তিমূলক বদলী করা হয় বাগেরহাট জেলার মোংলায়।
মোংলা থেকে আবার তদবির করে চলে আসে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি খাদ্যগুদামে। ২০১৯ সালে ২২ এপ্রিল সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার খাদ্য অধিদপ্তরে মহাপরিচালকের নিকট নিরাপত্তা প্রহরী জিয়াউর রহমানকে খুলনা বিভাগের বাইরে বদলী করতে ডিও লেটার দেন। সেখানে উল্লেখ করেন, সরকারি সম্পত্তি লুট, সরকারি কাজে বাঁধাদান, সরকারের মান-সম্মান ক্ষুন্ন ও রাষ্ট্রদ্রোহী কাজে সরকারি জড়িত। এই চিঠির পর সাতক্ষীরা থেকে বরিশাল বিভাগে শাস্তিমূলক বদলী করা হয় নৈশ প্রহরী জিয়াউর রহমানকে। দুর্নীতির অনিয়মের অভিযোগের বিষয়ে নিরাপত্তা প্রহরী জিয়াউর রহমান বলেন, আমি কোন দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত নই। শহরে পুরাতন সাতক্ষীরায় ৪-৫ বছর আগে চার কাঠা জমি কিনেছি। দাম পড়েছে ৮-৯ লাখ টাকা। কয়েক দফায় এই টাকা পরিশোধ করেছি। এছাড়া যেসকল অভিযোগের কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের খাদ্য পরিদর্শক হুমায়ুন বাসিদ বলেন, অফিসে একজন করে বিশ^স্ত লোক রাখতে হয়। আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জের বসন্তপুর গুদামে চাকুরিকালীন সময়ে সে আমার আমার সঙ্গে ছিল। সাতক্ষীরা শহরে জমি কিনেছে এ ব্যাপারে আমি কোন সহযোগিতা করিনি। আমি কোথাও কোন দুর্নীতি-অনিয়ম করিনি।

