সমাজের আলো : সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসময় দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে আগুন ধরে যায় বলে বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে। ইয়েমেনে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১৪ এপ্রিল) ভোরে সৌদি আরবের জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা হয়েছে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। সে সময় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কিছু ধ্বংসাবশেষ জিজান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আগুন ধরে যায়। হামলা এবং অগ্নিকাণ্ডের কেউ নিহত হননি বলে বিবৃতিতে বলা হয়েছে।

তাৎক্ষনিকভাবে হতাহতের খবর জানাতে পারেনি এএফপি। সৌদি জোটের বিবৃতিতে হামলার জন্য ইরান-সমর্থিত হাউথি বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করে বলা হয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির শক্তিশালী ঘাঁটি সাদা থেকে এই হামলা হয়েছে। সৌদি আরব লক্ষ্য প্রায়ই একই ধরনের হামলা চালিয়ে আসছে ইয়েমেনে হাউথি বিদ্রোহীরা। গত সোমবারও সৌদি আরবের দু’টি তেল স্থাপনাসহ বিভিন্ন জায়গায় দু’টি ক্ষেপণাস্ত্র ও অন্তত ১৭টি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের এই বিদ্রোহীগোষ্ঠী। ২০১৫ সালের শুরুর দিকে হাউথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়।




Leave a Reply

Your email address will not be published.