সমাজের আলো : খুলনাস্থ গাবুরাবাসীদের নিয়ে বিশেষ ইফতার এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে গাবুরা ওয়েফেয়ার সোসাইটি খুলনা অঞ্চলের আয়োজনে এ ইফতার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সংগঠনের খুলনা অঞ্চলের সভাপতি গাজী আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন সান্নুর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সংগঠনের উপদেষ্ঠা জিএম মহিউদ্দিন, এসকে রফিকুল ইসলাম, অধ্যাপক আ: রাজ্জাক, মোঃ মিজানুর রহমান, মোঃ মহসিন হোসেন, মোঃ রুহুল আমিন, এসএমএ সোয়েবুর রহমান, মাওলানা আব্দুর রউফ, জিএম শরিফুল আলম মুকুল, মোঃ আঃ মান্নান, অধ্যাপক সাইদুল ইসলাম, মাওলানা আঃ হক, সাংবাদিক আসাফুর রহমান কাজল, সংগঠনের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, মোঃ আরিফুজ্জামান, মোঃ আফজাল হোসেনসহ খুলনাস্থ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দুইশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানে উপকূলীয় গাবুরার উন্নয়ন এবং এই দ্বীপে মহান আল্লাহর বিশেষ রহমত কামনা করা হয়। উল্লেখ্য, সারা বাংলাদেশে উপকূলীয় গাবুরার বাসিন্দারা এই সংগঠনের সদস্য হয়ে থাকেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *