খুলনা প্রতিনিধিঃ- ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র খুলনা অঞ্চলের সমন্বয়ে খুলনা বিতর্ক অঙ্গনের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিতর্ক ক্লাবের ১৪ টি দলের সমন্বয়ে দুই দিন ব্যাপি ‘খুলনা কমিউনিটি ডিবেট টুনামেন্ট ২০২২’ শুরু।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে নগরীর আযম খান সরকারি কমার্স কলেজ অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী এ অনুষ্টান উদ্বোধন হয়। প্রথমদিন তিন রাউন্ড বিতর্ক পর্ব শেষে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের ২য় দিন শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় ফাইনাল বিতর্ক, সমাপনী পর্ব এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
সমাপনী পর্বে সমাপনী পর্বে খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মো.তাকদীরুল গনী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আযম খান সরকারি কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘো ও প্রধান আলোচক হিসেবে উপস্থিতিত থাকবেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুল মোক্তাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক কল্লোল কুমার রক্ষিত, সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী ও সহকারী অধ্যাপক (এমফিল গবেষনারত) এম এম কবির আহমেদ।
দু’দিনব্যাপী এ আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহরিয়ার কবির লাম, সহযোগিতায় রয়েছেন প্রকৌশলী তানবিবুর রহমান তুনান, তরিকুল ইসলাম, তাসনিম দিবা চৌধুরি, তারক চন্দ্র মন্ডল, ওমর ফারুক , রাগীব হাসিন, শাহাদত শান্তুসহ আরো অনেকে।

দুই দিনব্যাপী এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য খুলনা অঙ্গনের নতুন তার্কিক তৈরি এবং উৎসাহ প্রদান। প্রতিবছর খুলনার সকল বিতর্ক চর্চাকারী প্রতিষ্ঠান ও ক্লাবের সমন্বয়ে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) খুলনা অঞ্চল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *