খুলনা প্রতিনিধিঃখুলনায় সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা’র উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ও সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আত্মকর্মসংস্থানের জন্য কাগজের প্যাকেট তৈরি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকালে মহানগরীর গল্লামারী ঋষি পাড়ায় অনুষ্ঠিত হয়েছে।সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে এবং সহ সভাপতি মোঃ সাবির খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র- আলী‌ আকবর টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রিন্স, স্বপ্নপুরী স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক সাইফুল ইসলাম, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সদস্য মোঃ সবুজুল ইসলাম, সালমা জাহান মনি, জেসমিন আক্তার জুই, সাহিদা জেসমিন, সাবিনা ইয়াসমিন, সংযুক্তা রায় প্রমূখ।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, সমাজের এ সকল সুবিধা বঞ্চিত মানুষকে এগিয়ে নিতে সকল রকমের সহযোগিতা প্রদানের কথা ব্যক্ত করেন।




Leave a Reply

Your email address will not be published.