সমাজের আলো : শ্রমিক নেতা আল আমিনের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে খুলনায় ট্যাংক-লরি শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।সোমবার (২৮ মার্চ) দুপুর দেড়টায় নগরীর নতুন রাস্তা ও কাশিপুর মোড়ে রাস্তার ওপর ট্যাংক-লরি রেখে তারা এ ধর্মঘট শুরু করেন। এসময় শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এসময় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী ও সাধারণ সম্পাদক আলী আজম বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য ট্যাংক-লরি ধর্মঘট চলবে।এই ধর্মঘটের ফলে খুলনার ১০ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘট চলছিল।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিন খালিশপুর নয়াবাটি রোডের বাসা থেকে বের হন। তিনি শহরের রাজধানীর মোড়ে পৌঁছালে চারটি মোটরসাইকেলে ৮/৯ জন দুর্বৃত্ত এসে আল আমিনের ওপর হামলা চালান। পরে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *