খুলনা প্রতিনিধিঃখুলনা মহানগরীতে মালবাহী ট্রেনের নিচে পড়ে দুই পা হারানো মো. রায়হান মারা গেছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় নেয়ার পথে মাওয়া ফেরিঘাটে বুধবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নগরীর বৈকালী এলাকায় বুধবার দুপুর ৩টার দিকে ট্রেনে দুই পা হারিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল রায়হান।

রায়হানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার বাবা শমসের আলী।

বুধবার দুপুরের দিকে রায়হান রেললাইন ধরে বৈকালী থেকে গোয়ালখালীতে নিজ বাসায় ফিরছিল। বৈকালী জংশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেন হঠাৎ চলতে শুরু করলে এর নিচে পড়ে যায় সে।

এতে তার দুটি পা কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাপসাতালে ভর্তি করে।

রায়হানের বাবা শমসের আলী বলেন, ‘খুলনা মেডিক্যাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলা হয়। আমরা তাকে নিয়ে মাওয়া ঘাটে পৌঁছালে মারা যায়।’

খুমেক চিকিৎসক আবিদুর রহমান বলেন, ‘রায়হানের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছিল।’




Leave a Reply

Your email address will not be published.