খুলনা প্রতিনিধিঃ- খুলনার নূরনগরে দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩য় তলার এতে কয়েকটি কক্ষের ফাইল ও আসবাবপত্র পুড়ে যাওয়ার কথা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালেও খুলনা দুদকের উপপরিচালক বলেছেন, শুধু একটি কক্ষের আসবাবপত্র ও পুরনো ফাইলপত্র পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। অফিস ছুটির পর আগুন লাগার বিষয়টি অনেকের কাছে রহস্যজনক মনে হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে ভবনের তৃতীয় তলার জানালা হতে ধোয়া বের হতে দেখে এলাকাবাসী পাশ্ববর্তী ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মী আজিজুর রহমান ও লিয়াকত আলী জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস না এলে আরো বড় ক্ষতি হতে পারত।




Leave a Reply

Your email address will not be published.