সমাজের আলো : খুলনায় র‍্যাব-৬ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে বৃহস্পতিবার(২সেপ্টেম্বর) বটিয়াঘাটার বাইনতলা এলাকায় ১জন ভুয়া ডাক্তারকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও অপর দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,র‍্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় জেলার বটিয়াঘাটা থানাধীন বাইনতলা বাজার এলাকায় ‘ভূয়া ডাক্তার’ মোঃ আজিম উদ্দিন খাঁন এর চেম্বারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।এ সময় অনুমোদনহীন এলোপ্যাথিক চিকিৎসা প্রদান করার দায়ে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(২) ধারা মোতাবেক মোঃ আজিম উদ্দিন খান (২৭)কে ভ্রাম্যমান আদালত ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ছাড়াও ওই বাজারের গাজী হোমিও কেয়ার সেন্টারের ‘ভূয়া ডাক্তার’ মোঃ শফিউল্লাহ গাজী(৩২) এবং মেসার্স আরিফ মেডিকেল হল ফার্মেসীর মালিক মোঃ আরিফ হোসেন(৫০) উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য্য করে আদায় করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামী ‘ভূয়া ডাক্তার’আজিম উদ্দিনকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।অভিযানে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার সাবরিনা রহমানসহ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *