আজ বৃহম্পতিবার সকালে খুলনা রেঞ্জের অক্টোবর/২২ মাসের ক্রাইম কনফারেন্সে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার অপরাধ দমনে বিশেষ ভূমিকা ও প্রশংসনীয় কাজের অবদান স্বরুপ মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান পিপি বারকে এ সন্মাননা প্রদান করেন।

মাগুরা জেলায় যোগদানের মাত্র আড়াই মাসের মধ্যে রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী আটক ও প্রশংসনীয় কাজে বিশেষ অবদান রাথায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার প্রদান করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার।

ওসি মোস্তাফিজুর রহমান এর আগে কুঁষ্টিয়া ইবি থানা ও সাতক্ষীরা সদর থানায় সফলতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা সদর থানার ওসি র দায়িত্বে থাকা কালীন সময়ে সাতক্ষীরা জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে তিনি ১৫ মাসে ১৪ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার অর্জন করেন।জনবান্ধব ওসি হিসাবে তার বেশ জনপ্রিয়তা আছে।

খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার এঁর সভাপতিত্বে একই অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের অবদান স্বরুপ খুলনা রেঞ্জের শ্রষ্ঠ এসপি হিসাবে মাগুরা পুলিশ সুপার মশিউদৌলা রেজা পিপিএম-বার কে ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে সন্মাননা পুরুস্কার প্রদান করা হয়

এছাড়া ক্রাইম কনফারেন্সে রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হন সাতক্ষীরা থানার এসআই ফকির জুয়েল রানা এবং রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন চুয়াডাঙ্গা থানার এএসআই মো: আরাফাত শেখ।

উক্ত ক্রাইম কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মো: ইকবাল হাসান,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি(অপারেশন) মো: আতিকুর রহমান মিয়া, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (প্রশাসন) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার ( ক্রাইম ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহমান রাসেল,পুলিশ সুপার (অপারেশন) মো: রিয়াজুল হক সহ রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপার, আরআরএফ কমান্ড্যেন্ট সহ অন্যান্য ইউনিটের প্রতিনিধি গণ ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.