সমাজের আলো : খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ। তিনি বলেন, রেলস্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনাম ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু রেলস্টেশন রাষ্ট্রীয় সম্পদ। তাই এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব সবার। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ছিল। সেখানে আগমনকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও দলটির নেতাকর্মীরা। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং স্টেশনের জানালা-দরজার কাঁচ ভাঙচুর করা হয়।




Leave a Reply

Your email address will not be published.