শেখ সিরাজুল ইসলাম : তালা উপজেলার খেশরা ইউনিয়নে এবার লক্ষ্যমাত্রা চেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদ হয়েছে। ইউনিয়নের বিলগুলোতে যেদিকে দুচোখ যায় সেদিখেই চোখে পড়ে মন জুড়ানো দিগন্তজোড়া ধানের ক্ষেত। কিন্তু ব্লাস্ট এবার কেড়ে নিয়েছে কৃষকের সোনার ফসল, মুখের হাসি। বড় আশা করে কৃষক ধান রোপন করেছিল। ইউনিয়নের সর্বত্রই বিলে সোনালী ধান বাতাসে দুলছে। অনেকেই ধান কেটে ঘরে তুলতে শুরু করেছে। ধান পাকার শুরুতেই ইউনিয়নের বিলগুলোতে ব্লাস্টের আক্রমণ লক্ষ্য করে কৃষক। সাধ্যমত প্রতিকারের চেষ্টা করে তারা। কিন্তু কোন চেষ্টাই যেন কাজে আসলো না কৃষকের। সরেজমিনে এলাকার বিভিন্ন বিল ঘুরে এবং কৃষকের সাথে কথা বলে জানা যায়, অধিকাংশ বিলের ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্টের আক্রমন দেখা গেছে। ইউনিয়নে কৃষকদের জমির সোনালী ধানের সাথে তাদের স্বপ্নগুলো শুকিয়ে গেছে। ধান পাকার মুহূর্তে কৃষকের মাথায় এ যেন বজ্রাঘাত। ইউনিয়নের বেশিরভাগ দরিদ্র কৃষকরা ধারদেনা করে বাকিতে সার ঔষধ কিনে ধান চাষ করেছেন। ব্লাস্ট রোগে ফসলের চরম ক্ষতি হওয়ায় এসব দরিদ্র কৃষকরা কিভাবে ধার দেনা শোধ করবেন এবং কিভাবে সংসারের ঘানি টানবেন এ নিয়ে চরম হতাশায় ভুগছেন ইউনিয়নের দরিদ্র কৃষকরা।




Leave a Reply

Your email address will not be published.