সমাজের আলো : গরিব-অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য বানানো হবে ‘বীর নিবাস’ গরিব অসহায়-অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের ৩০ হাজার গৃহনির্মাণের লক্ষ্যে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় জানানো হয় বীর নিবাস’ নামে এসব বাড়ি হবে জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙয়ের তৈরি করা হব। সভায় এ প্রকল্পসহ আরো পাঁচ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা খরচে ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে পাঁচ হাজার ৫১৯ কোটি ৮৭ লাখ, বিদেশ থেকে ঋণ নেবে ৫৭ কোটি ৫২ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৭ লাখ টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অবস্থান নিয়ে একনেক সভায় অংশ নেন। সভা শেষে এনইসিতে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, সভায় মোট সাতটি প্রকল্প একনেকে তোলার কথা ছিল, একটি প্রকল্প আগেরদিন (সোমবার) সংশ্লিষ্ট মন্ত্রণালয় (আইসিটি) প্রত্যাহার করে নিয়েছে। পরে তারা সেটি পেশ করবেন। তাই আজ মূলত ছয়টি প্রকল্প নিয়ে আলোচনা হয় ও ছয়টিই পাস হয়েছে। অনুমোদিত ছয় প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত এবং তিনটি নতুন প্রকল্প ছিল বলেও জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published.