সমাজের আলো : ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির কোনো ইঙ্গিতই মিলছে না। গাজায় গত ১০ই মে থেকে শুরু হওয়া বিধ্বংসী বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে মঙ্গলবার রাতে ইসরাইলের বিমান বাহিনী রেকর্ড পরিমাণ বোমা মেরেছে। মাত্র ২৫ মিনিটেই ১২২টি বোমা হামলা হয় গাজার এক স্থানে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সেখানে তারা হামাসের দু’টি টানেল শনাক্ত করেছে। এ দু’টিকে সম্পূর্র্ণ ধ্বংস করে দিতেই এই বোমাবৃষ্টি চলে।এদিকে মঙ্গলবার ইসরাইলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত ৪ জন। এরমধ্যে একজন রেডিও সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।গতকাল ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে খান ইউনিসের ৭টি আবাসিক ভবন। নিহতের মধ্যে বাকি তিনজন একই পরিবারের। ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর একজন জানান, মাত্র ৫ মিনিট আগে তাদেরকে সতর্ক করেছিল ইসরাইল। এর আগে হামাসও ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। এতে একটি কারখানায় কাজ করা থাইল্যান্ডের দুই নাগরিক প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২১৯ জন নিহত হয়েছেন। ইসরাইলি কর্তৃপক্ষ তাদের পক্ষে মৃতের সংখ্যা বাড়িয়ে ১২ করেছে। এরমধ্যে আছে, দুই থাই নাগরিক, এক ভারতীয় ও তিন আরব-ইসরাইলিও। রয়টার্সের খবরে জানানো হয়েছে, গাজা ধ্বংস হয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫০টি বাড়ি বা ভবন। এরমধ্যে আছে ৬টি হাসপাতালও। বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অর্ধলক্ষাধিক গাজাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *